পর্যটনে সবুজ বিনিয়োগ

শেয়ার করুন           বিনিয়োগ। শব্দটি ছোট হলেও এর অর্থ অনেক ব্যাপক। তবে এক কথায় বিনিয়োগ হচ্ছে লাভের আশায় সঞ্চিত অর্থ বা মূদধনের ব্যবহার। ব্যবসা, বাণিজ্য, শিল্প ইত্যাদি যেখানেই মুনাফা তথা লাভ-লোকসানের ব্যাপার রয়েছে সেখানেই বিনিয়োগ প্রথম এবং প্রধান বিষয়। বিনিয়োগ নানা কারণে শুধু যে অবশ্যাম্ভাবী হয়ে পড়ে তা নয়। বিনিয়োগের যথার্থতা নিরূপনও সময়োপযোগী এবং বাস্তবসম্মত হওয়া চাই। মোদ্দা কথা, এটি মানতেই হবে বিনিয়োগের প্রয়োজনীয়তার পাশাপাশি এর সঠিক ব্যবহারের উপর নির্ভর করে সত্যিকার মুনাফা অর্জনের সফলতা। এই বিবেচনায় পর্যটনের মত একটি বিশাল, বিস্তৃত ও বহুমাত্রিক শিল্পে বিনিয়োগের স্থান সবকিছুর উপরে। এখানে রয়েছে … Continue reading পর্যটনে সবুজ বিনিয়োগ